বাউফলে দুই চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বাউফলে দুই চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মো. দেলোয়ার হোসেন , বাউফলঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত ও বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি পক্ষের দুই নোৗকার চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এরা হলেন কালাইয়া ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা,ও কালিশুরি ইউনিয়নে নেছার উদ্দিন সিকদার জামাল ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,আজ বুধবার ছিল প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন ছিল। কালাইয়া ইউনিয়নের দুইজন বৈধ প্রার্থী ছিলেন। তারা হলো বাংলাদেশ আওমীলীগের মনোনীত নৌকার প্রার্থী এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা মো. আলতাফ হোসেন । হাতপাখার প্রার্থী তার প্রার্র্থতা প্রত্যাহার করায় ফয়সাল আহম্মেদ মনির মোল্লা এক প্রার্থী হিসেবে রয়েছেন ।
অপরদিকে কালিশুরি ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন।তার হলেন, বাংলাদেশ আওমীলীগের মনোনীত মো.নেছার উদ্দিন সিকদার জামার,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আ. জলিল এবং স্বতন্ত্র মো.সেলিম তাদের প্রার্থীতা প্রথ্যাহার করায নেছার উদ্দিন সিকদার জামাল একক প্রার্থী হিসেবে রয়েছেন। এজন্য দুই ইউনিয়নের নৌকার দুই প্রার্থীর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতি প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবেন । এব্যাপরে উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বলেন,১১ এপ্রিলের পূর্বে অফিসিয়ালি আমারা তাদেরকে চেয়ারম্যান হিসেবে ঘোষনা দিতে পারি না।
এস এম ফয়সার আহম্মেদ মনির মোল্লা চতুর্থবারের মত  বিনা প্রতিদ্বন্দ্বিতায কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন।